“মাদক ও চোরাচালান প্রতিরোধে গ্রাম পুলিশকে আরও কঠোর হতে হবে।” — এমন নির্দেশনা দিয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
রবিবার (২ নভেম্বর) সকালে থানা কমপ্লেক্সে চৌকিদারি প্যারেডে গ্রাম পুলিশদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।
ওসি সাজেদুল ইসলাম বলেন, “গ্রাম পুলিশের দায়িত্ব শুধু পাহারাদারি নয়, সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা করাও তাদের অন্যতম কাজ। মাদক, চোরাচালান, চুরি, ছিনতাই, ইভটিজিং, বাল্যবিবাহসহ যেকোনো অপরাধ প্রতিরোধে সঠিক ও সময়োপযোগী তথ্য প্রদান করতে হবে।”
তিনি আরও বলেন, “প্রত্যেক গ্রাম পুলিশকে দায়িত্বশীল হতে হবে এবং নিজ এলাকায় অপরাধ ঘটার আগেই তা প্রতিরোধে সচেতন ভূমিকা রাখতে হবে।”
সভায় তিনি ঘোষণা দেন, যেসব গ্রাম পুলিশ ভালো কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে।
চৌকিদারি প্যারেডে থানার অন্যান্য কর্মকর্তা ও সকল গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।