তৌহিদ হোসেন সরকার।।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক গণসংযোগ ও উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ৬ অক্টোবর মঙ্গলবার সারাদিনব্যাপী আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ, পথসভা ও মহিলা সমাবেশে অংশগ্রহণ করেন।
ইউনিয়ন আমীর ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে মধ্যম মাঝিগাছায় আগুনে পুড়ে যাওয়া স্থানীয় বাসিন্দা জালাল মিয়ার নতুন গৃহের উদ্বোধন করেন মহানগর জামায়াত আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর নায়েবে আমীর ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মফিজুল ইসলাম পাটোয়ারী, মাওলানা কাইয়ুম মজুমদার,
ইউনিয়ন যুববিভাগের সভাপতি মো. মাসুম বিল্লাহ ও ইউনিয়ন সেক্রেটারি মো. শাহজাহান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আমড়াতলী ইউনিয়ন সভাপতি মাজেদুল ইসলাম, সেক্রেটারি আসাদুজ্জামান নাহিদ, সাবেক সভাপতি খন্দকার নাজমুল হোসেন, দিদার হোসেন রনি, মো. সজিব, মো. তাহসিন, আব্দুল্লাহ, মো. তাহমিদ এবং ৩নং ওয়ার্ড সভাপতি আলবি আহমেদ মারুফ প্রমুখ।
গৃহ উদ্বোধন উপলক্ষে জালাল মিয়া আবেগঘন কণ্ঠে বলেন, “জামায়াতের ভাইয়েরা আমাদের যে উপকার করেছে, তা অন্য কোনো দল করেনি। আমাদের বিপদে তারা এগিয়ে এসেছে, এজন্য আমি কৃতজ্ঞ।”
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “জামায়াত কর্মী মানেই সমাজকর্মী। আগুনে পুড়ে যাওয়া ঘর দ্রুত সময়ে নির্মাণ সম্ভব হয়েছে আল্লাহর সাহায্যে এবং কর্মীদের সহযোগিতায়। এটি প্রমাণ করে, জামায়াত সাধারণ মানুষের কল্যাণে কাজ করে।”
পরে তিনি রত্নাবতী, ছত্রখীল, বানাসুয়া, সীমপুর, রসুলপুর, ফকিরবাজার ও কালখারপাড় এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভায় অংশ নেন। স্থানীয় জনসাধারণ জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীকে হাত তুলে শুভেচ্ছা জানান।
বিভিন্ন পথসভায় তিনি বলেন, “গত ৫৪ বছরে এ দেশের মানুষকে রাজনৈতিকভাবে ঠকানো হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারলে মাত্র পাঁচ বছরে দেশকে স্বাবলম্বী করা সম্ভব। দুর্নীতি করব না, দুর্নীতি সহ্য করব না—একটি সাম্যভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনই আমাদের অঙ্গীকার।”
এদিন বাদ আসর কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার বাসিন্দা ও পূবালী ব্যাংকের সাবেক ম্যানেজার এনায়েত আলীর জানাজায় অংশ নেন কাজী দ্বীন মোহাম্মদ। এরপর সন্ধা ৭ টায় সদর দক্ষিণ উপজেলা পশ্চিম জোড়কানন সাতবাড়িয়া নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়, ৫নং জোরকানন পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ড অধ্যাপক মহিউদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিবেবে উপস্থিত ছিলেন মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মাদ, বিশেষ অতিথি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক রুহুল আমীন ইউনিয়ন সভাপতি হাফেজ ইকরাম হোসাইন, সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি শহিদুল্লাহ, ইউনিয়ন ওলামা বিভাগ সভাপতি মাও মোশাররফ হোসেন, ৮নং ওয়ার্ড সভাপতি এম কে আনোয়ার, ৭নং ওয়ার্ড সভাপতি কাজী শাহআলম, ৬নং ওয়ার্ড সভাপতি মাও আ:করিম, ২নং ওয়ার্ড সভাপতি ফরহাদ মজুমদার।
কুমিল্লা গেজেট