কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ

  • প্রকাশের তারিখ : 7-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।।
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোন ও মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়ন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে আজ ভোরে কুমিল্লা ব্যাটালিয়নের যশপুর বিওপির টহলদল সদর দক্ষিণ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে সীমান্তের ৫০০ গজ ভেতরে ধনপুর মাঠ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ৯০টি ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও ৩৪৮টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ ৮৬ হাজার ৮৬৮ টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যগুলো পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। দেশের অর্থনীতি রক্ষা ও অবৈধ পণ্যের প্রবাহ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ