কুমিল্লা | বঙ্গাব্দ

দেবিদ্বার আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার, থানায় নাশকতার মামলা

  • প্রকাশের তারিখ : 1-নভেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মো. তামিম হোসেন।। 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার অংশে ঝটিকা মিছিলের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এক ঝটিকা মিছিল বের করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালিয়ে যায়। পরে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবুবকর হত্যা চেষ্টা মামলায় এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়েরকৃত মামলায় শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়ে‌ছে।

গ্রেপ্তারকৃতরা হলো, গুনাইঘর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে যুবলীগ কর্মী মো. জালাল (২৮);

ওয়াহেদপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন সরকারের ছেলে ও সুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল আমিন সরকার (৩৮); বুড়িরপাড় গ্রামের মোহর আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী হরমুজ মুহুরী (৫০) এবং একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোশারফ হোসেন (৫৪);

সাবেরপুকুরপাড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে ছাত্রলীগ সদস্য গোলাম কিবরিয়া (২২); বরাট গ্রামের মো. সেলিমের ছেলে যুবলীগ সদস্য মো. সুজন (২৬); পদ্মকোট গ্রামের মজিবুর রহমানের ছেলে জামাল হোসেন (৪৭) এবং একই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে আবুল কালাম ভোলা (৪০); বক্রিকান্দি গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. রেজাউল করিম (২৭); দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে পৌর যুবলীগের সহসভাপতি আল আমিন (৪২); একই গ্রামের মো. সৃজান (১৮), মো. সফিকুল ইসলাম (২৩) এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বিল্লাল হোসেন (৪৪)।

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসান ইনচার্জ (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকায় ১১ জনকে এজহারভূক্ত আসামি ও আরো অজ্ঞাত ১০/১৫ জন সহ মোট ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এতে ৬ জন আসামিকে আটক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবুবকর হত্যা চেষ্টা মামলায় ৭জনসহ ১৩ আসামিকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ