কুমিল্লা | বঙ্গাব্দ

কুবিতে লিও ক্লাবের আয়োজনে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প

  • প্রকাশের তারিখ : 28-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে সকাল ৯.০০ থেকে দুপুর ১২.০০ পর্যন্ত এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করানোর সুযোগ পান।

লিও ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম মঈন বলেন,“লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির উদ্যোগে অক্টোবর মাসের সার্ভিস প্রোগ্রাম হিসেবে এই ফ্রি ডায়াবেটিস চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পাসে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। লিও ক্লাব মানবতার সেবায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”

জোন চেয়ারপারসন (ক্লাব), ডিস্ট্রিক্ট ৩১৫ এ১ এবং লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি কো-এডভাইজার লায়ন মোহাম্মদ জাকারিয়া বলেন, “লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির এই আয়োজন আমাকে অত্যন্ত আনন্দিত ও গর্বিত করেছে। ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে অংশগ্রহণে সবার উৎসাহ সত্যিই প্রশংসনীয়। আজকের এই ক্যাম্প থেকে সবাই উপলব্ধি করেছেন যে ডায়াবেটিস একটি মরণব্যাধি; এটি সম্পর্কে সচেতনতা ও নিয়মিত পরীক্ষা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগের জন্য আমি লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, এ ধরনের স্বাস্থ্যসচেতনতা কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও মানবসেবার মানসিকতা বৃদ্ধি পাবে পাবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ