কুমিল্লা | বঙ্গাব্দ

চট্টগ্রাম জোন-২: বাঁধনের উপদেষ্টায় ভিক্টোরিয়া কলেজের সাতজন শিক্ষার্থী

  • প্রকাশের তারিখ : 28-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন-এর বিভাগীয় জোন-২ এর উপদেষ্টা পরিষদ-২০২৫ ঘোষণা করা হয়েছে। ১৯৯৭ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত এই সংগঠনটি “রক্তই হোক আত্মার বাঁধন” মূলমন্ত্রে পরিচালিত হচ্ছে।

রোববার (২৫ অক্টোবর) ঘোষিত উপদেষ্টা পরিষদে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২২ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে সাতজন সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাতজন সদস্য রয়েছে। তারা হলেন (২০১২-১৩) শিক্ষা বর্ষের  মোঃ আল-আমিন, (২০১৩-১৪) মোঃ রমজান হোসেন, (২০১৫-১৬) আলী আকবর  টিপু, (২০১৫-১৬) জোবাইদা ইয়াসমিন মুমু, (২০১৬-১৭) মোহাম্মদ সোহেল, (২০১৬-১৭)মারুফ মজুমদার ইমন এবং  (২০১৭-১৮) মাহবুবুর রহমান।

এছাড়া রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কক্সবাজার সরকারি কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছে।

ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা বলেন,  “আমি অত্যন্ত আনন্দিত। আমাদের শিক্ষার্থীরা যেমন পড়াশোনায় অগ্রগতি করছে, তেমনি স্বেচ্ছাসেবী কাজেও নিজেদের এগিয়ে নিচ্ছে। তারা কলেজের সুনাম বয়ে আনছে।”

বিষয়টি নিয়ে বাঁধন ভিক্টোরিয়া কলেজ ইউনিটের সভাপতি বলেন,  “এটি আমাদের ইউনিটের জন্য অত্যন্ত গর্বের বিষয়। যারা উপদেষ্টা হয়েছেন, তারা পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমে এ অবস্থানে পৌঁছেছেন। তাদের নিষ্ঠা ও প্রচেষ্টার কারণেই আজ আমরা এই জায়গায় এসেছি।”

উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগে প্রথমবার বাঁধনের কার্যক্রম শুরু হয় ভিক্টোরিয়া কলেজ থেকেই। কেন্দ্রীয় গঠনতন্ত্র অনুযায়ী, ভিক্টোরিয়া কলেজ থেকে কার্যক্রম শুরু হওয়ায় উপদেষ্টা তালিকায় এই কলেজের শিক্ষার্থী সংখ্যা তুলনামূলকভাবে বেশি। বর্তমানে বাঁধন ভিক্টোরিয়া কলেজ ইউনিট প্রতিবছর এক হাজারেরও বেশি রক্তদাতা সংগ্রহ করে থাকে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ