কুমিল্লা | বঙ্গাব্দ

"সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 18-জুন-2025 ইং
ছবির ক্যাপশন:

গাজী জাহাঙ্গীর আলম জাবির।।
"শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা" শীর্ষক কর্মশালা যুব ভবন কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন, বুধবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মোঃ আমিরুল কায়ছার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুমিল্লা। যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে ও কম্পিউটার প্রশিক্ষক মোঃ জুলহাস মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোঃ সফিকুল ইসলাম, ডেপুটি কো- অডিনেটর যুব উন্নয়ন কেন্দ্র, কুমিল্লা।

বক্তব্য রাখেন, সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম সরকার ও মোঃ শহিদুল্লাহ যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা, বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী যুব সংগঠন আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, নকশি পট যুব মহিলা সংস্থার নির্বাহী পরিচালক লাভলী আক্তার, উদ্যোক্তা এডভোকেট ফারজানা স্বর্ণা, সুবর্ণা চৌধুরী ও প্রশিক্ষণাথীদের পক্ষে মোঃ সাখাওয়াত হোসেন।

Advertisement
কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ