মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নের ঘোষণা দেন।
এ আসনে হাজী জসিম উদ্দিন ছাড়াও একাধিক নেতা মনোনয়নের প্রত্যাশী ছিলেন।
তাদের মধ্যে ছিলেন এ টি এম মিজানুর রহমান চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান, ডা. মো. নজরুল ইসলাম শাহীন, সহযোগী অধ্যাপক (ময়নামতি মেডিকেল কলেজ), আহ্বায়ক (বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুমিল্লা জেলা) এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য।
মনোনয়ন প্রত্যাশী এসব নেতারা গত কয়েক সপ্তাহ ধরে নিজেদের নির্বাচনী মাঠে সক্রিয় ছিলেন এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচারণা চালান।
দলীয় সিদ্ধান্তে শেষ পর্যন্ত হাজী জসিম উদ্দিনকে মনোনয়ন দেওয়ায় তাঁর সমর্থক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
কুমিল্লা গেজেট. কম