কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শচীন মেলা’

  • প্রকাশের তারিখ : 30-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ ও সুরসম্রাট শচীন দেব বর্মণের স্মরণে কুমিল্লায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শচীন মেলা’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নগরীর দক্ষিণ চর্থা এলাকায় সুরসম্রাটের বাড়ির প্রাঙ্গণে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলায় প্রদর্শনী, দেশীয় ঐতিহ্যবাহী সামগ্রী ও স্থানীয় পণ্যের মোট ১৫টি স্টল স্থান পেয়েছে। বিকাল ৪টায় নগরীর ইউসুফ হাই স্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শচীন দেব বর্মণের বাড়িতে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক আমিরুল কায়সার বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, “শচীন দেব বর্মণ শুধু কুমিল্লার নয়, পুরো উপমহাদেশের গর্ব। তাঁর সৃষ্টি ও সুর আজও কোটি মানুষের হৃদয়ে অনুরণিত।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুর রহমান খান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুজ্জামান, গীতিকার ও সুরকার জাবেদ আহমেদ কিসলু, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, সাংস্কৃতিক সংগঠক মো. নাছির উদ্দিন ও মঞ্জুরুল আলম ভূইয়া।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য শচীনপ্রেমীর উপস্থিতিতে সুরসম্রাটের বাড়িটি রূপ নেয় উৎসবের মিলনমেলায়।

উল্লেখ্য, সুরসম্রাট এস.ডি. বর্মণ ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় জন্মগ্রহণ করেন। কলকাতা ও পরবর্তীতে মুম্বাই চলচ্চিত্র জগতে তিনি হয়ে ওঠেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সংগীত পরিচালক। ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করে। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর তিনি পরলোকগমন করেন। জন্ম ও মৃত্যুর মাস একই হওয়ায় ২০১৮ সাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবছর তাঁর স্মরণে আয়োজিত হয় ‘শচীন মেলা’।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ