কুমিল্লা | বঙ্গাব্দ

দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

  • প্রকাশের তারিখ : 27-জুন-2025 ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদন।। 
কুমিল্লার দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ রিমন (২৪) নামে এক মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার সাইলচর মডেল মসজিদ সংলগ্ন ওমর ইবনুল খাত্তাব (রা.) মাদ্রাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ফুলগাজী গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল সামাদের ছেলে। মাত্র আড়াই মাস আগে তিনি উক্ত মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন।

মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সাইদুল ইসলাম জানান, জুমার নামাজের আগে হাফেজ রিমন ছাদে গিয়েছিলেন এবং নিচে থাকা এক ছাত্রকে গামছা দিয়ে আসতে বলেন। কিছুক্ষণ পর ছাত্ররা তাকে ছাদে বৈদ্যুতিক লাইনের পাশে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে খবর দেয়। তখনো তার শ্বাস-প্রশ্বাস চলছিল। পরে তাকে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসা ভবনের ছাদের পাশ দিয়েই ৩৩ কেভি লাইনের তার গিয়েছে। তারা অভিযোগ করেন, মাদ্রাসা কর্তৃপক্ষ অবহেলা ক‌রে এখা‌নে নিরাপত্তার ব‌্যাবস্থা রা‌খে‌নি। যা কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলেই মনে হচ্ছে। তবুও যদি কোনো গাফিলতি থাকে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ