যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ‘দ্য স্কুল অব লিডারশিপ ইউএসএ (এসওএল)’ এবং ‘দ্য ইনজাস্টিস রিফর্ম ইউএসএ অ্যান্ড লিওয়ে পিস অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন, নাইজেরিয়া’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ‘দি গ্লোবাল লেবার ডে সামিট ফর লিডারশিপ অন এম্পাওয়ারিং ওয়ার্কার্স ফর বেটার টুমোরো’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান আলোচক হিসেবে অংশ নিতে যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম.এম. শরিফুল করিম।
সামিটটি আগামী ১ মে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ড. এম. এম. শরিফুল করিম বলেন, এমন একটি আন্তর্জাতিক ফোরামে প্রধান আলোচক হিসেবে কথা বলতে পারা সত্যিই আনন্দের। সেখানে আমি বাংলাদেশের ওয়ার্কারসদের স্পেশালি গার্মেন্টস ওয়ার্কার্সদের অবস্থা, তাদের ভবিষ্যৎ উন্নয়নে কী ভুমিকা থাকা উচিত এ নিয়ে কথা বলবো।
উল্লেখ্য, এতে বিশ্বের ৩৫টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।