কুমিল্লা | বঙ্গাব্দ

যুবকের মৃত্যুতে নিভে গেছে একটি সংসারে প্রদীপ

  • প্রকাশের তারিখ : 25-এপ্রিল-2025 ইং
ছবির ক্যাপশন:

দেবিদ্বারে বাবা-ভাইয়ের নির্যাতনের ক্ষোভে বিষপানের চার দিন পর হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। এ যুবকের মৃত্যুতে নিভে গেছে একটি সংসারে প্রদীপ। 

নিহত ওই যুবকের নাম রিয়াদুল ইসলাম রিজু। তার স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে। তিনি দেবিদ্বার পৌর সদরের গোমতী আবাসিক এলাকার গোলাম মোস্তফার ছেলে ছোট ছেলে। 

শুক্রবার (২৫ এপ্রিল) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রিয়াদুলের মৃত্যু হয়েছে। এর আগে গত সোমবার (২১ এপ্রিল) দেবিদ্বার পৌর সদরের গোমতী আবাসিক এলাকার নিজ বাড়িতে রিয়াদুল বাবা-ভাইয়ের মারধরের শিকার হোন। এই ঘটনায় রাগে ক্ষোভে একই দিন দুপুরে বিশ পান করেন তিনি। 

রিয়াদুলের স্ত্রী মিম আক্তার বলেন, আমাদের ৮বছর আগে বিয়ে হয়েছে। তিনি প্রবাসে ছিলেন। দুই বছর হয়, দেশে এসেছেন। দেশে আসার পর আর্থিক সংকটে পরে যায়। কিছুদিন আগে তিনি তার মায়ের কাছে কিছু পাওয়া টাকা চান। তার প্রচন্ড দাঁত ব্যাথা ছিলো, এ কারনে। এই টাকা কেন চাইলেন! এ কারনে আমার শশুর ও ভাসুর মিলে আমার স্বামীকে মারধর করেছে। এই রাগে ক্ষোভে তিনি বিষ খেয়েছে। তাকে যদি ভালো চিকিৎসা করানো হতো তাহলে তিনি বাঁচত। তারা তাকে চিকিৎসা না করিয়ে বাড়িতে নিয়ে এসেছে। এর পর আবার অসুস্থ হওয়ায় হাসপাতালে নিয়ে গেছে। 

জানা গেছে, প্রবাস থেকে আসার পর খুবই অসহায় হয়ে পড়েছিলেন রিয়াদুল। গত কয়েক বছর আগে থেকেই পড়েছিলেন আর্থিক সংকটেও। এজন্য স্বজনদের কাছে কয়েকবার টাকাও চেয়েছিলেন। 

রিয়াদুলের চাচা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মামুন বলেন, রিয়াদুল নেশা করত। সব সময় টাকার জন্য তার বাবা মা কে চাপাচাপি করত। গত সোমবার টাকা না দেওয়ায় মাকে মারতে গিয়েছে। এ থেকেই এই ঘটনা। তাকে শাসন করা হয়েছে। মেরে ফেলার জন্য মারধর করা হয়নি। আমরা তাকে শাসন করেছি। আবার আমরাই তাকে হাসপাতালে নিয়ে গেছি। 

প্রতিবেশী জামাল উদ্দিন বলেন, মারধরের পর রিয়াদুল আমার কাছে এসেছিল৷ আমি তাকে নিয়ে তার বাবার কাছে গিয়েছিলাম। বিষয়টি কিছুটা সমাধানও হয়েছিল। কিন্তু রিয়াদুলের বাবার ব্যবহার খারাপ করেছে ওই সময়। পরে আমি তাদের বুঝিয়ে শুনিয়ে ঘরে রেখে এসেছি। 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।


Advertisement
কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ