নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান বুধবার (৩১ জুলাই) মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি, সাবেক কৃতি শিক্ষার্থী ও সমাজসেবক মোশাররফ হোসেনসহ অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন অভিভাবক সদস্য হুমায়ুন কবির, আলহাজ্ব জামালুল হক, মোঃ সোলেমান, মহিলা অভিভাবক সদস্য শাহজাদী খানম কেনিয়া, শিক্ষক সদস্য মোঃ মনির হোসেন, আজিজুর রহমান এবং মহিলা শিক্ষক সদস্য মারুফা বিনতে খায়ের।
সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, “এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী হিসেবে সভাপতি পদে দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমরা মিলে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোঃ আবু তাহের, বাকশিমুল ইউনিয়ন বিএনপির সেক্রেটারি এমদাদুল হক পলাশ, আজ্ঞাপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সেক্রেটারি ও ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মনির এবং সাহেবাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাহিদুল্লাহ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সবার জন্য কল্যাণ কামনা করা হয়।
কুমিল্লা গেজেট