কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ ও চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন।
২ জুলাই বুধবার সকাল ১১টায় বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ২০২৫-২৬ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও চারা বিতরণ করা হয়েছে।
বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রদীপ দাস, রবিউল আলতাফ, বিল্লাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আগত কৃষকরা উপস্থিত ছিলেন।
এদিন কৃষকদের মাঝে, আমন ধান, নারিকেল চারা, তালের চারা, শাক-সবজি, মরিচ, নিম, বেল,জাম ও কাঁঠাল সহ বিভিন্ন সবজি বীজ বিতরণ করা হয়। পরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফল মেলা অনুষ্ঠিত হয় মেলা কার্যক্রম পরিদর্শন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।