কুমিল্লা | বঙ্গাব্দ

এনডিএফ কুমিল্লার আয়োজনে ইন্টার্ন চিকিৎসক রিসিপশন প্রোগ্রাম অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 21-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

হাসিবুল ইসলাম সজিব।।
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা শাখার উদ্যোগে ইন্টার্ন চিকিৎসক রিসিপশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৮টায় কুমিল্লার ফানটাউন অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এনডিএফ কুমিল্লা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. জুয়েল রানা সঞ্চালনায় সভাপতিত্ব করেন এনডিএফ কুমিল্লা শাখার সভাপতি ডা. জহির উদ্দীন মোহাম্মদ বাবর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিএফ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি প্রফেসর ডা. মাহমুদ হোসাইন।

স্বাগত বক্তব্য দেন এনডিএফ কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জহিরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ কুমিল্লা জেলার প্রধান উপদেষ্টা ও কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। আরও বক্তব্য রাখেন এনডিএফ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান, ডা. নুরুস শাফি, কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. শফিকুর রহমান পাটোয়ারী, কুমিল্লা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. জাহাঙ্গীর আলম মজুমদার, মাহবুবুল ইসলাম মজুমদার ও কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ।

‘সময়ের পরিক্রমায় এনডিএফ কুমিল্লা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এনডিএফ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. ফজলুল হক লিটন, আর ক্যারিয়ার গাইডলাইন উপস্থাপন করেন ডা. শাহ আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. আবদুল মান্নান, কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ডা. যোবায়ের আহমেদ, কুমিল্লা ইস্টার্ন মেডিক্যাল কলেজের ডা. রিপা আক্তার ও কুমিল্লা মনামতি মেডিক্যাল কলেজের ডা. আনিসুল হক চৌধুরী।

অতিথিরা বলেন, চিকিৎসা পেশা একটি মানবিক ও মহৎ দায়িত্বের নাম। নতুন ইন্টার্ন চিকিৎসকরা আজ যে পথে যাত্রা শুরু করেছেন, তা কেবল পেশাগত নয়, মানবতার সেবার এক মহান অঙ্গীকার।

তারা আরও বলেন, চিকিৎসা শুধু ওষুধ বা চিকিৎসা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের মন জয় করার এক শিল্প। আধুনিক প্রযুক্তি ও গবেষণার সঙ্গে নিজেকে আপডেট রাখতে পারলেই একজন চিকিৎসক সময়োপযোগী ও সফল হতে পারেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ