তৌহিদ হোসেন সরকার।।
কুমিল্লায় “বাংলাদেশ ইলেকট্রিক মটরযান প্রশিক্ষণ এন্ড ইজিবাইক সার্ভিস লিমিটেড”-এর অফিস ও মটরযান ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় সদর হাসপাতাল মসজিদ মার্কেটের চতুর্থ তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্ণেল এস. এম. আইয়ুব (অবঃ)।
বিশেষ অতিথি ছিলেন কর্ণেল জাকারিয়া হোসেন (অবঃ) এবং মেজর মোঃ মাহবুব আল মামুন (অবঃ)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রতিনিধি সৈয়দ আতিকুর রহমান, আক্তার জামিল, মাহবুবুর রহমান ভূঁইয়া, আমান খান, মোঃ শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত এই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নম্বর যথাক্রমে—সি-১৪৩৫৫০/২০১৮, সি-১৫৯২০১/২০২০ ও সি-১৯২২৬৩/২০২৩।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান সময়ে ইজিবাইক ও ব্যাটারি চালিত যানবাহনের চালকদের দক্ষতা উন্নয়ন, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা হ্রাসে এই প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় “বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি চালিত মটরযান চালক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন”-এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। বক্তারা জানান, ফেডারেশনের প্রধান লক্ষ্য হলো চালক ও শ্রমিকদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষা, উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত করা, বেকারত্ব ও অসুস্থতা মোকাবিলায় সহায়তা প্রদান এবং দুর্ঘটনা বা মৃত্যুর ক্ষেত্রে সদস্য বা তাঁর মনোনীত নমিনিকে আর্থিক অনুদান প্রদান।
ফেডারেশনের সদস্য ফরম ফি ২০০ টাকা, সদস্য ফি ৬০০ টাকা এবং মাসিক ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো সদস্যের মৃত্যু হলে তার নমিনিকে এককালীন ১,০০,০০০ টাকা মরণোত্তর ভাতা এবং দাফন-কাফনের জন্য ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষিত ও সচেতন চালক তৈরি হবে, যা যানজটমুক্ত ও নিরাপদ সড়ক গঠনে বড় ভূমিকা রাখবে।
এই প্রথমবারের মতো কুমিল্লায় ইজিবাইক চালক ও মালিকদের কল্যাণে সরকার স্বীকৃত অফিসের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো
কুমিল্লা গেজেট. কম