কুমিল্লা | বঙ্গাব্দ

চুরির বিচার করায় ভয়ঙ্কর প্রতিশোধের শিকার নিষ্পাপ এক শিশু

  • প্রকাশের তারিখ : 19-জুন-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।। 
কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে মুগদি দোকানে চুরির ঘটনায় সালিশে বিচার করায় প্রতিশোধ নিতে ১৪ বছর বয়সী এক শিশুকে বিষপান করিয়ে ও তার অণ্ডকোষে এসিড ঢেলে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে অভিযুক্ত চোর ও তার ভাইয়ের বিরুদ্ধে।

নিহত শিশুর নাম হোসাইন। সে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের আবু তাহেরের ছেলে এবং শিকারপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।

এ ঘটনায় নিহতের মা শাহানারা আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। বিষয়টি ১৮ জুন (বুধবার) বিকাল সাড়ে ৫টার দিকে নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে (শনিবার) বিকেলে স্কুল ছুটির পর হোসাইন বাড়ি ফেরার পথে তাকে রাস্তা থেকে ডেকে নেয়া হয়। এরপর তাকে বেঁধে জোর করে বিষ খাওয়ানো হয় এবং পাশবিক কায়দায় তার অণ্ডকোষে ঢেলে দেওয়া হয় এসিড।

পরিবার জানায়, প্রায় দুই মাস আগে শিকারপুর গ্রামের মঈনুল হোসেনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। তদন্তে সাইমুন নামের এক যুবক দোষী সাব্যস্ত হলে গ্রাম্য সালিশে বিচারক আবু তাহের তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এই ঘটনায় সাইমুন ও তার ভাই আলাউদ্দিন ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের প্রতিশোধের লক্ষ্য হয় বিচারকের নিষ্পাপ ছেলে হোসাইন।

হোসাইন ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ১৮ জুন (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ছেলের মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন বাবা আবু তাহের ও মা শাহানারা আক্তার। হাসপাতালজুড়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, নিহত শিশুর পরিবারের করা মামলায় দুইজনকে আসামি করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement
কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ