বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে মহানগরীর ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলি।
১৪ জুন শনিবার বিকাল ৫টা ৩০ মিনিটে শুরু হওয়া এ গণসংযোগে ওয়ার্ডের প্রতিটি অলিগলি ঘুরে ঘুরে মানুষের সাথে কুশল বিনিময় ও নির্বাচনী বার্তা পৌঁছে দেন তিনি।
১ নম্বর ওয়ার্ড জামায়াতের আয়োজনে এই গণসংযোগে সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর আমানউল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। আরও অংশগ্রহণ করেন মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ, শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান, ওয়ার্ডের তিনবার নির্বাচিত কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া এবং ওয়ার্ড সেক্রেটারি নাজমুল হাসান রবিন।
গণসংযোগকালে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,
"ন্যায়ের প্রতীক দাড়িপাল্লাকে সঙ্গে নিয়ে আপনাদের সেবক হতে এসেছি। অতীতে যেভাবে জুলুমের শিকার হয়েছিলাম, সেই অভিজ্ঞতা থেকেই আজ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে প্রতীক নিয়ে এসেছি।"
তিনি আরও বলেন, মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি, যা আজকের এই গণসংযোগে চোখে পড়ার মতো।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে হাত উঁচিয়ে শুভেচ্ছা জানান এবং ন্যায় ও উন্নয়নের পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।