কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে পেঁয়াজের কেজি ১০০ টাকা সাধারণ ক্রেতাদের ভোগান্তি

  • প্রকাশের তারিখ : 4-নভেম্বর-2025 ইং
বুড়িচংয়ে পেঁয়াজের কেজি ১০০ টাকা  সাধারণ ক্রেতাদের ভোগান্তি ছবির ক্যাপশন: বুড়িচংয়ে পেঁয়াজের কেজি ১০০ টাকা সাধারণ ক্রেতাদের ভোগান্তি

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে পাগলা ঘোড়ার মত লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। তিন  দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে।  শনিবার বাজারে এক কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ টাকা তিন  দিনের ব্যবধানে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিক্রেতারা প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি করছে। মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলায় বিভিন্ন বাজারে  গিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজ ১০০টাকা দরে বিক্রি করছে। দাম বৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও দিনমজুররা হতাশার ভিতরে পড়ে গেল, এত দাম দিয়ে তারা কিভাবে প পেঁয়াজ ক্রয় করবে। বাজারে পেঁয়াজ ক্রয় করতে আসা রিক্সা চালক লিটন জানান, তিনদিন আগে যে পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে কিনেছি আজকে ১০০ টাকা দরে কিনতে হচ্ছে। তিন দিনই ব্যবধানে কিভাবে কেজিতে  ২৫ টাকা দরে বৃদ্ধি পায়। আমাদের দুঃখের কথা কার কাছে বলব। বাজারে আসা ক্রেতারা জানান, প্রতিটি দোকানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ থাকা সত্ত্বেও সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম কেজিতে ২৫ টাকা বাড়িয়ে ব্যবসায়ীরা বিক্রি করছে ।দেখার যেন কেউ নেই? ব্যবসায়ী সুমন ও দুলাল  জানান, বর্তমানে পেঁয়াজের মৌসুম শেষ পর্যায়ে তাই বাজারে সরবরাহ কম বিধায় দাম একটু বাড়তি। বাজারে নতুন পেঁয়াজ আসলে দাম কমে যাবে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, দুর্বল মনিটরিং ব্যবস্থার কারণে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়েই চলছে


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ