কুমিল্লা | বঙ্গাব্দ

ভিক্টোরিয়া কলেজে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা, মাস্ক পরা বাধ্যতামূলক

  • প্রকাশের তারিখ : 15-জুন-2025 ইং
ছবির ক্যাপশন:

মো. তামিম হোসেন ।। 
সম্প্রতি বিশ্বব্যাপি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্বাস্থ্যবিধির নতুন নির্দেশনা দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। শনিবার (১৫ জুন) কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবাইকে ক্যাম্পাসে ঢোকার সময় সঠিকভাবে নাক ও মুখ ঢেঁকে মাস্ক পরিধান করতে হবে। নির্দিষ্ট সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়া শ্রেণিকক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখা ও হাঁচি-কাশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জ্বর, সর্দি কাসি বা করোনার উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কলেজে না এসে বাসায় থাকতে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কলেজ চত্বরে অপ্রয়োজনীয় ভিড় ও জটলা পরিহার করার কথাও উল্লেখ করা হয়েছে। 

বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন,  এ ধরনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসের সবার স্বাস্থ্য সুরক্ষায় সচেতন ভূমিকা রাখছে। এবং বিজ্ঞপ্তিতে সকলের সহযোগিতা কামনা করছি।


Advertisement
কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ